ঢাকায় র‌্যাবের গোলাগুলিতে নরসিংদীর সন্ত্রাসী বাবু নিহত

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  02:19 AM, 27 March 2019

সুজা আহমেদ,ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে শফিকুর রহমান বাবু (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। নিহত শফিকুর নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’হিসেবে পরিচিত।

আজ ২৭ মার্চ রাত ১২টার পর এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে আহত র‌্যাব সদস্য ও বাবুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টা ২০ মিনিটে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্র জানায়, আহত র‌্যাব সদস্য কনস্টেবল নুর আলমের বুকে গুলি লাগে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় গুলি শরীরের ভেতরে ঢুকতে পারেনি।

র‌্যাব সদস্যের বরাত দিয়ে ঢামেকের জরুরি বিভাগ সূত্র জানায়, র‌্যাব-১১ এর অধিনায়কের নেতৃত্বে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুর রহমান বাবুকে গ্রেফতারে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের টিমটি ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মাটিকাটায় আসলে দুই পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলি শেষে দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে শফিকুর রহমান বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :