ঢাকায় আকস্মিক ঝড়ে উপড়ে পড়েছে গাছ:নারীর মৃত্যু

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:56 PM, 31 March 2019

ঢাকা অফিস: কালবৈশাখের আগেই মধ্য চৈত্রে হটাৎ ঝড়ে ঢাকায় চা দোকানি এবং গাছ ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যার সময় ঢাকার আকাশ কালো মেঘ করে নামে ঝড়, বৃষ্টি যা কয়েক মিনিট স্থায়ী ছিল। এতে বিভিন্ন স্থানে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।

এর মধ্যে সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারী মারা গেছেন বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ওসি আলম। এখনও নিহত নারীর পরিচয় জানা যায়নি।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ঝড়ের সময়ই পুরানা পল্টন মোড়ে চায়ের গলিতে উঁচু ভবন থেকে ইট পড়ে নিহত হন হানিফ (৪৫) নামে এক চা দোকানি।

হানিফকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন>>>মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ দুই:ঢাকায় রেফার্ড

ওসি মাহমুদুল হক বলেন, “আশেপাশে বহুতল অনেক ভবন রয়েছে। তবে কোন ভবন থেকে ইট পড়েছে, তা বোঝা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী জানা গেছে, ঝড়ে অন্তত ২৫টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটেছে।

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :