বনানীর অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এবিসি গ্রুপের শোক সভা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  03:48 AM, 30 March 2019

>>> ভবন মালিক ও রাজউকের বিরুদ্ধে হত্যা মামলা ও গ্রেফতারের দাবি
>>>রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নিতে দুদকের প্রতি আহবান
এবিসি নিউজ:রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে শোকসভা করলো এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটি(abc online activist unity)।শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংগঠনের গ্রুপ মেসেঞ্জারে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সভাপতি সুনীল ঘোষ সভাপতিত্ব করেন।সভার শুরুতে এক মিনিট বিরবতা পালন করা হয়।
সভায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে বিশেষ প্রার্থনা করেন নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এটিকে দুর্ঘটনা বলা যাবে না।এটি বড় ধরণের হত্যাকান্ড।এই হত্যা কান্ডের দায় ভবন মালিক ও রাজউক এড়াতে পারে না।

সভায় ক্ষোভ প্রকাশ করে টাওয়ার মালিক ও রাজউকের চেয়ারম্যানসহ ত্রুটিযুক্ত ভবন নির্মাণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা, দ্রুত গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদের মাধ্যমে দুর্নীতিবাজদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।

সভায় কেন্দ্রীয় সহ সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক সমর ভৌমিক, কেন্দ্রীয় সাংগঠিক সম্পাদক অধ্যাপক সামসুল আলম, সহসভাপতি আজাহার মাহমুদ, মমতাজ পারভীন লিপি, ভাস্কর মনি সরকার, সুলতানা খান দিনা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা আহমেদ, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অন্যতম নেতা চন্দন দেবনাথ প্রমুখ একই বক্তব্য পেশ করেন। সভায় বলা হয়, রানা প্লাজা ট্রাজেডির ঘটনায় ভবন মালিক রানাসহ নির্মাণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা ও গ্রেফতার করা হয়েছিল কিন্তু বনানীর এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এখনো পর্যন্ত ভবন মালিককে গ্রেফতার না করে প্রশাসন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, রাজউকের চেয়ারম্যান বিবিসির সাক্ষাতকারে বলেছেন ভবনটি ১৮তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয়েছে। এছাড়াও নকশা মানা হয়নি। তার এই বক্তব্যে প্রমাণিত হয় ভবন নির্মাণ কাজে রাজউকের দেখভালের যে বিধান রয়েছে তা তারা করেনি।

একারণে এই হত্যাকান্ডের দায়ভার রাজউক এড়াতে পারে না।

রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব নিতেও দুদককে অনুরোধ করেন বক্তারা।

প্রসঙ্গত, এবিসি গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি অন্যতম গ্রুপ। সংগঠনটিতে শতাধিক রাষ্ট্রের এক্টিভিস্ট রয়েছেন। অসম্প্রদায়িক চেতনার একটি মানবিক সমাজ বিনির্মাণে সংগঠনটি সক্রিয়ভাবে ভুমিকা পালন করছে।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :