ঝড় তুললো নায়িকা পরীমনির পোস্ট

পরীর পোস্টে হতবাক রাজ!

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  12:40 PM, 31 December 2022

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মিডিয়া পাড়ায় ঝড় উঠেছে নায়িকা পরীমনির সবশেষ দেয়া পোস্ট নিয়ে। তিনি রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি মুহূর্তের ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় বইছে। পোস্টটিও ভাইরায় হয়ে গেছে। 

 

 

শনিবার (৩১ ডিসেম্বর) দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পরীমনি-রাজ। পোস্টে ইঙ্গিতমূলক কথা লিখেছেন পরীমনি। রাজের সঙ্গে পরীর বিচ্ছেদ অনিবার্য কি না-সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমালোচকদের মনে। বিভিন্ন সংবাদমাধ্যমে সেই প্রশ্নের জবাব দিয়েছেন নায়িকা।

তবে রাজ গণমাধ্যমকে বলেছেন-কেন এবং কী কারণে পরী এমন পোস্ট দিলো, তা আমার জানা নেই। তিনি এইও বলেন-ব্যক্তিগত বিষয় বাইরে চাউর করা পছন্দ করি না। কী কারণে পরী এমন পোস্ট দিয়ে তোলপাড় সৃষ্টি করলো, তাও বুঝতে পারছি না। তিনি পরীকেই প্রশ্ন করার পরামর্শ দেন।

 

এদিকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ককে।’

আরেক অংশে তিনি লিখেছেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই।’

পরীমনি এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তুলেন।

স্ট্যাটাসের বিষয়ে পরীর সঙ্গে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরীমনি। তবে এ ব্যাপারে এই মুহূর্তে মিডিয়ায় বেশি কথা বলতে চাননি অভিনেত্রী।

 

 

পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।’

আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরীমনির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। গত ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। গত চার মাসে তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান রাজ্য।

ঢাকাই সিনেমার আলোচিত এক নায়িকাকে ঘিরে সংসারে অশান্তি এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে একটি পোস্ট করেন পরীমনি। সেটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :