ঝিনাইদহের মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ

মহেশপুর সংবাদদাতা: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বকুন্দিয়া কানাইপুর গ্রাম থেকে উদ্ধার হলো এক যুবকের গুলিবিদ্ধ লাশ। নিহতের নাম লিটু। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্কার বাদেমাজু গ্রামের ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলশ হাসপাতাল মর্গে পাঠায়।
মহেশপুর থানার (ওসি) রাশিদুল আলম বলেন, সকালে উপজেলার বকোনডিয়া গ্রামের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
তবে এটি হত্যাকান্ড নাকি ক্রসফায়ারে নিহত তা নিশ্চিত করতে পারেনি কোন সূত্র।
খুলনা বিভাগ