ঝিকরগাছা উত্তাল মনিরুল অনুসারীদের বিক্ষোভ সমাবেশে

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:16 PM, 03 March 2019

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত মনিরুল ইসলামের পক্ষে রোববার বিকালে ঝিকরগাছা বাজার বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে মিছিলে কিছু সময়ের জন্য প্রকম্পিত হয়ে উঠেছিল গোটা বাজার এলাকা।

আরও পড়ুন>>>চৌগাছায় মনোনয়ন বঞ্চিত হাবিবের মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন না দেয়ায় বিক্ষোভে ফেঁটে পড়েন। গত দুদিন ধরে দফায় দফায় মিছিল করছেন দলীয় নেতাকর্মীরা। হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে এসে তাদের প্রিয় নেতা মনিরুল ইসলামকে আসন্ন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করে মিছিল করে। মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন>>>কাদেরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন ফখরুলসহ বিএনপি নেতারা
উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, নবনির্বাচিত সভাপতি শ্রমিক নেতা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর কফিল উদ্দিন, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র, শরিফুল ইসলাম, সাইফুল আলম সুজন, আওয়ামীলীগ নেতা রেজাইল ইসলাম, শাহাজান আলী, মহিলা আ’লীগ সভাপতি নাসিমা চৌধুরী, জেলা যুবলীগের সহসভাপতি আজাহার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সামছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুুল ইসলাম বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শামীম রেজা, উপজেলা যুবলীগ যুবলীগ নেতা আব্দুল বারিক, শাহিদুর রহমান শিপলু, জাফিরুল হক, ইমামুল হাবিব জগলু, ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন বাবু, ইমরান রশীদ, সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পী, সম্পাদক তৌফিক আলম কৌশিক প্রমুখ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :