ঝিকরগাছায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত

ঝিকরগাছা প্রতিনিধি: উপজেলা নির্বাচনে ঝিকরগাছা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম আনারস প্রতীকে ৭৪,৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন নৌকা প্রতীকে মোহাম্মদ আলী রায়হান পেয়েছেন ২৪,৭৯০ ভোট, হাবিবুর রহমান মিনার মার্কায় পেয়েছেন মাত্র ১৭০ ভোট এবং সাথি বেগম আম মার্কায় পেয়েছে ১১৩ ভোট। পড়ুন>>>যশোরে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
ভাইস চেয়ারম্যান পুরুষ সেলিম রেজা তালা মার্কায় ৬৯.২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদুল ইকরাম টিয়াপাখি মার্কায় পেয়েছেন ২৩.১৪৮ ভোট এবং ইদ্রিস আলী টিউবয়য়েল মার্কায় পেয়েছেন ৫৩৩৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুবনা তাক্ষী পদ্মফূল মার্কায় ৪৯.১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছে আমেনা খাতুন হাঁস মার্কায় পেয়েছেন ১৪৯৯৮ ভোট, মঞ্জুন্নাহার নাজনীন বৈদ্যুতিক পাখা মার্কায় পেয়েছেন ১২৩৬৬ ভোট, তাজবিন সুলাতান কলস মার্কায় পেয়েছে ৬৪০২ ভোট, নাহিদ আক্তার প্রজাপতি মার্কায় ১০.৭৫২ ভোট, শাহানারা খাতুন ফুটবল মার্কায় পেয়েছে ৩৯৬৬ ভোট।
খুলনা বিভাগ