ঝিকরগাছায় নৌকার এজেন্টকে কুপিয়ে জখম

এবিসি নিউজ: যশোরে উপজেলা নির্বাচন চালাকালে মোতালেব নোমে নৌকার এক পোলিং এজেন্টকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার বিকাল পাঁচটার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর ভোট কেন্দ্রে এ ঘটনা করে। তিনি ওই উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের হযরত আলীর ছেলে এবং উপজেলা পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলী রায়হানের পক্ষে পোলিং এজেন্টের দায়িতে ছিলেন।
আহত আব্দুল মোতালেব সাংবাদিকদের জানিয়েছেন, ছুটিপুর কেন্দ্রে ভোট শেষে গণনা প্রস্তুতি চলছিলো। এ সময় কিছু বুঝে ওঠার আগেই বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের ক্যাডার ফারুকের নেতৃত্বে ৫/৭ জন আমার ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষ ক্যাডারা চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে আমাকে আঘাত করে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে সন্ধ্যার কিছু আগে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, আহতের হাত,পা, পিঠ ও মাথায় কোপের চিহৃ রয়েছে। ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এনিয়ে আ’লীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
খুলনা বিভাগ