ঝিকরগাছায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন এমপি নাসির

ঝিকরগাছা সংবাদদাতা: যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ অধ্যাপক নাসির উদ্দিন শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার সম্প্রতি ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৩৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিনি শুক্রবার সকালে গদখালী ইউনিয়নের বেনেয়ালী গীর্জার সামনে ঐ এলাকার সম্প্রতি ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করেন।
একইভাবে তিনি পানিসারা ইউনিয়নের কাউরিয়া ,পুরন্দরপুর ও রাজাপুর গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ও রাজাপুর স্কুল মাঠে ত্রাণ বিতরণ করেন। এছাড়া তিনি এদিন রাতে ঝড়ের কারণে নিহত বেনেয়ালী গ্রামের মাজেদা বেগম,পুরন্দরপুর গ্রামের শিশু অমির পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলী, গদখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ,ইউপি মেম্বর রফিকুল ইসলাম, সেলিম রেজা, কবীর হোসেন, নুর হোসেন প্রমূখ।
খুলনা বিভাগ