জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:25 PM, 06 April 2019

মণিরামপুর প্রতিনিধি:এবার জলাতাংক রোগ নির্মূলে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে। এ লক্ষ্যে যশোরের জেলায় প্রথম পর্যায় মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া ও যশোর সদরে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কুকুরের পরিকল্পিত সংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, প্রণিসম্পদ অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র যৌথ উদ্যোগে এমডিভি (মাস্ ডগ ভ্যাকসিনেশন) নামে এই কর্মসুচি বাস্তবায়ন করতে কাজ শুরু করেছে।এরই ধারাবাহিকতায় শনিবার বেলা সাড়ে ১১ টায় মণিরামপুরে কুকুরের পরিকল্পিত সংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে জলাতঙ্ক নির্মূলে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে অবহিতকরণ সভায় সভাপত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুভ্রা রাণী দেবনাথ। অবহিতকরণ সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন কর্মকৌশল উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ নূরে আলম সিদ্দিকী।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কর্মসূচীর সুপারভাইজার মাহতাব উদ্দিন আহমেদ জানান, আগামী ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমপক্ষে শতকরা ৮০ ভাগ কুকুরের জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হবে। এ জন্যে প্রতিটি এলাকায় ভাগে ভাগে বিশেষজ্ঞ টিম কাজ করবেন। এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী, মশিয়ুর রহমান, আব্দুল হামিদ সরদার, নিস্তার ফারুক, জহুরুল ইসলাম ছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :