জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

এবিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত পাকিস্তান সীমান্ত জম্মু-কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। নিয়ন্ত্রণ রেখার রাজৌরি জেলায় পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে ভারত। পড়ুন>>>কাশ্মীরে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাকিস্তান সেনা বাহিনীর গোলাবর্ষণে ভারতের এক জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আরও চারজন আহত হয়েছে।
সুন্দরবানি সেক্টরের কেরি বাত্তাল এলাকায় গোলাবর্ষণ করেছে পাক সেনারা। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে পাঁচটার পাকিস্তানের অনর্থক যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারা।
আন্তর্জাতিক