ছাত্রী ভলিবল প্রতিযোগিতায় যশোর বোর্ড কলেজ চ্যাম্পিয়ন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:18 PM, 16 March 2019

এবিসি নিউজ: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃকলেজ ছাত্রী ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ সেটে খুলনার বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শিক্ষাবোর্ড কলেজ যথাক্রমে ২৫-১১ ও ২৬-২৪ পয়েন্ট জয় লাভ করে। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বটিয়াঘাটার সোমা ভাটিয়া এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন বোর্ড কলেজের সুমাইয়া ইয়াসমিন মলি।
খেলা শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলিম। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের লে. কর্নেল গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের প্রধান মূল্যায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ক্রীড়া কর্মকর্তা আফম আশাফুদ্দৌলা টিটো।

খেলা

আপনার মতামত লিখুন :