চৌগাছা উপজেলা নির্বাচনে কে কত ভোট পেলেন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:57 PM, 01 April 2019

বাবুল আক্তার, চৌগাছা: যশোরের চৌগাছায় ৩১ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বদন্দ্বীতা করেন । আওয়ামীলীগ ছাড়া আর কোন রাজনৈতিক দলের প্রার্থীরা এ নির্বাচনে অংশগ্রহন করেনি। ভোট নিয়ে নানা শঙ্কা আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের ড. মোস্তানিছুর রহমান বিজয়ী হন। নির্বাচনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৫ হাজার ৯’শ ৬৫ টি। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৫’শ ৪৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহবায়ক বিজয়ী দেবাশীষ মিশ্র জয় (মাইক) পেয়েছেন ২২ হাজার ১’শ ৫৯ ভোট। জসিম উদ্দীন (বই) পেয়েছেন ১৯ হাজার ২’শ ৬৯ ভোট। শামিম রেজা (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৭ হাজার ৫’শ ৭২ ভোট। আজাদ রহমান খান (উড়জাহাজ) পেয়েছেন ১০ হাজার ১’শ ৯ ভোট। সামছুর রহমান টিয়ে (টিউবওয়েল) পেয়েছেন ৯ হাজার ৬’শ ২২ ভোট। চৌগাছা পৌরসভার সদ্য পদত্যাগী কাউন্সিলর সিদ্দিকুর রহমান (তালা) পেয়েছেন ৭ হাজার ৬’শ ২১ ভোট। আসাদুজ্জামান (চশমা) পেয়েছেন ২ হাজার ৩’শ ৪৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা) মাত্র ১৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২২ হাজার ৭’শ ৫৯ ভোট। নাছিমা খাতুন (কলস) পেয়েছেন ২২ হাজার ৭’শ ৪৩ ভোট। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি (হাঁস) পেয়েছেন ১৭ হাজার ১’শ ২৭ ভোট। ধুলিয়ানী ইউপি চেয়ারম্যানের স্ত্রী রিপা ইসলাম (প্রজাপতি) পেয়েছেন ১৬ হাজার ৪’শ ৭১ ভোট এবং কামরুন নাহার শাহিন (ফুটবল) পেয়েছেন ৮ হাজার ১’শ ৭১ ভোট।
এ নির্বাচনে উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজার ৬’শ ৪৯ জন। নির্বাচনে মোট ৫৩ শতাংশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯২ হাজার ৯’শ ৭৮ জন ভোটার। ভাইস চেয়ারম্যান পদে ৯২ হাজার ৫’শ ৮২ জন ভোটার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯২ হাজার ৫’শ ২২ জন।
চেয়ারম্যান পদে ১হাজার ৪’শ ৬৭ টি, ভাইস চেয়ারম্যান পদে ৩ হাজার ৮’শ ৮৭ টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার ২’শ ৩৮ টি ভোটসহ মোট ১০ হাজার ৫’শ ৯২ টি ভোট বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন জানান উপজেলা প্রশাসন, ভ্রাম্যমান আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেটগন, পুলিশ প্রশাসন, বিজিবি সদস্যগন ও প্রিজাইডিং অফিসারসহ সবার সার্বিক সহযোগীতায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :