চৌগাছায় বিদ্যুৎ নিলো দুই সন্তানের জননীর প্রাণ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:51 PM, 11 March 2019

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পর্শে দুই সন্তানের জননী এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চৌগাছা পৌরসভার ইছাপুর ঋষিপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সীমা রানী দাস (৩৬) ঋষিপাড়ার অধির কুমার দাসের স্ত্রী ও ঝিনাইদাহ জেলার সদর উপজেলার স্টিটনগর গ্রামের ভদ্র কুমার দাসের মেয়ে। নিহতের স্বামী অধির কুমার দাস জানান, সোমবার সকাল ৭ টার দিকে তার স্ত্রী সীমা রানী দাস বাড়ির উঠান ঝাড়– দিচ্ছিলেন। পড়ুন>>>মণিরামপুরে নদীতে লাশ

এ সময় রান্না ঘরের বিদ্যুতের একটি তার ছিড়ে উঠানে পড়ে ছিলো। সিমা রানী অসাবধনতা বশত ওই তারে হাত দেয়া মাত্রই বিদ্যুৎ স্পর্শ হয়। দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সিমা রানী চৌগাছা মধুমতি ডাইগনোষ্টিক সেন্টারে চতুর্থ শ্রেনীর কর্মচারী হিসাবে চাকরি করতেন। তার মৃত্যুর বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :