চৌগাছায় নৌকার প্রার্থীর গণসংযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী ড. মোস্তানিছুর রহমান সুখপুকুরিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকালে নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগ করেন ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি ইউনিয়নের পুড়াপাড়া, বর্ণি, রাজাপুর, মান্দারতলা, কুলয়াসহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সুখপুকুরিয়া ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক প্রবীন নেতা কালু মিয়াকে দেখতে যান। পড়ুন>>>চৌগাছায় স্বতন্ত্রী প্রার্থী হাবিবের কর্মীসভা
সেখানে তার শরীরের খোঁজখবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, বি আর ডিবি চেয়ারম্যান ওলিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা, সোলাইমান হোসেন, নুর ইসলাম প্রমূখ।
খুলনা বিভাগ