চৌগাছায় চেয়ারম্যানে দু’জনসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, চৌগাছা: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে দুই প্রার্থীসহ মোট ১৪ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দিন আহাম্মেদ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এই মনোনয়নপত্র পড়েছে বলে জানিয়েছেন।
আরও পড়ুন>>>সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
মনোনয়নপত্র জমাদানকরীরা হলেন চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিছু রহমান লাড্ডু এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, পদত্যাগী পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে, উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা শামীম রেজা ও সাবেক পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন, আসাদুজ্জামান জেমস।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদেননি।
এছড়া মহিলা ভাইস চেযারম্যান পদে মনোনয়নপত্র জমাদিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন লাকি, উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, উপজেলা মহিলালীগের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার শাহিন, উপজেলা যুবমহিলালীগের সহ-সভাপতি রিপা ইসলাম এবং উপজেলা যুবমহিলালীগের যুগ্ম সম্পাদক নাজনীন নাহার।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ চৌগাছা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগ