চৌগাছার শ্রেষ্ঠ শিক্ষার্থী তারেক

স্টাফ রিপোর্টার, চৌগাছা: যশোরের চৌগাছা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে ৯ম শ্রেণির ছাত্র তারেক রহমান। সে চৌগাছার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং শহরের মাঠপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার ৭১ টি প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার শাহাদৎপাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিস ১১ টি বিষয়ের উপরে বিবেচনা করে এ শ্রেষ্ঠত্বের ঘোষনা দেন।
চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও দেওয়ালিকা প্রকাশেও উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। পড়ুন>>>ঝিকরগাছায় শিক্ষা সপ্তাহ পালিত
চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বলেন, তারক রহমান অত্যন্ত মেধা সম্পন্ন কর্তব্যনিষ্ঠ ছাত্র।
উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারিরা ২৪ মার্চ যশোর জেলা স্কুলে জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেবে।
খুলনা বিভাগ