‘চিরকুমার’ ভাতা পেতে ইউএনও’র দপ্তরে স্বদেশের আবেদন

মণিরামপুর প্রতিনিধি:মণিরামপুর উপজেলার নেংগুড়াহাটের রতেশ্বরপুর গ্রামের মৃত ঈশ্বর সতীষ চন্দ্র সরকারের চিরকুমার পুত্র স্বদেশ কুমার সরকারের বর্ত মান বয়স (৭৫)। জীবনে তিনি বিবাহ জীবনে আবদ্ধ হননি।
এখন শেষ বয়সে তার করুন পরিনতি অনুভব করতে থাকে। অবশেষে চিরকুমার স্বদেশ গত ১৯ ফেব্রুয়ারি মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট চিরকুমার ভাতা পাওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। এদিকে অতি দ্রুত চিরকুমার ভাতা পাই তার জন্য সবিনয় আবেদন জনিয়েছেন চিরকুমার স্বদেশ।
খুলনা বিভাগ