ঘুমন্ত মা-বাবার কোল থেকে শিশু চুরি করে মুক্তিপণ দাবি

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:31 PM, 11 March 2019

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল খুলে পিতা-মাতার শোবার ঘর থেকে ৭৫ দিন বয়সী শিশু পুত্রকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ফজরের নামাজের ঘন্টাখানেক আগে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু পুত্রটির নাম আব্দুল্লাহ হাওলাদার। সে দলিল লেখক সোহাগ হাওলাদার ও রেশমা আক্তারের দ্বিতীয় সন্তান। পড়ুন>>বাগেরহাটে সোনালী ব্যাংক কর্মকর্তা কারাগারে
রেশমা আক্তার বলেন, প্রতিদিনের মত রাতে বড় সন্তান সুমাইয়া (১৯) ও আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতে যাই। আব্দুল্লাহ কিছুটা অসুস্থ ছিল। রাত তিনটার দিকে কেদে উঠলে ওকে ঔষধ খাওয়াই। পরে আমরা আবার ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে চারটায় উঠে দেখি আব্দুল্লাহ নেই। ঘরের দরজা ও জানালা খোলা। আমার স্বামীর মোবাইল ও মোবাইলের চার্জারও ঘরে নেই। আমি চিৎকার করে বাড়ির সব জায়গায় খুঁজতে থাকি। কোথাও না পেয়ে থানায় খবর দেই। আব্দুল্লাহর মা আরও বলেন, সোহাগের যে মোবাইলটি নিয়ে গেছে সে নাম্বার থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে যেতে বলছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শিশু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান ও তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :