গ্যাসের মুল্য বৃদ্ধিতে যশোরে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  11:08 PM, 14 March 2019

এবিসি ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি গৃহস্থালী কাজেই শুধু নয়, পরিবহন বিদ্যুৎ পণ্য উৎপাদন থেকে শুরু করে শিল্পখাত ও মারাত্মক ঝুঁকির মধ্যে চলে যাবে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। এখনি দ্রব্য মূল্যে মানুষ হিমশিম খাচ্ছে ফলে এই মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘায়ের সামিল।

বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির এই গণবিরোধী প্রস্তাব প্রহ্যাহারের দাবি জানানো হয়। অপরদিকে জনগণের প্রতি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হবার আহ্বান জানানো হয়।শ্রমিকনেতা প্রতাপ উদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকী পালিতজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা প্রতাপ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকীতে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি আমির হোসেন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক ওয়াসিম হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা আহ্বায়ক ফরিদা পারভীন ও জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক সেঁজুতি শাকিলা প্রমুখ।

সভাটি পরিচালনা করেন হোটেল শ্রমিক নেতা আইয়ুব হোসেন। সভায় আলোচকবৃন্দ বলেন, প্রতাপউদ্দিন আহম্মেদের সবচেয়ে বড় পরিচয় তিনি সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী জাতীয় মুক্তির লড়াইয়ের অন্যতম কা-ারী। তিনি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চ লেবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের স্টিয়ারিং কমিটির সদস্য। তিনি আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও- এর সঙ্গে সম্পর্কিত ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব ওয়ার্কার্স এডুকেশন- এনসিসিডব্লিউই- এর কেন্দ্রীয় সদস্য ছিলেন।

তিনি নৌ-যানসহ এদেশেন সকল শ্রমিকশ্রেণীর মুক্তির আন্দোলনে ভূমিকা নিতে যেয়ে বুঝতে পেরেছিলেন শ্রমিক-জনতার মুক্তির জন্যই সমাজ পরিবর্তনের প্রয়োজন। তাই তিনি একটি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :