গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যানকে বিভিন্ন মহলের অভিনন্দন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:52 PM, 03 March 2019

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যানরা।

আরও পড়ুন>>>যশোরে শাহীন চাকলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্র

এছাড়া  আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ফুলের নৌকা প্রতীক, মালা ও তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানাচ্ছে। সেই সাথে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

আরও পড়ুন>>>জীবন শঙ্কায় ওবায়দুল কাদের

বিশেষ করে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলের চীফ হুইফ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা রুহুল আমিনকে সমর্থন জানিয়ে পার্টির কোন প্রার্থী উপজেলা নির্বাচনে দেননি। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রুহুল আমিন। এজন্য রাঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে ও স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিনন্দন জানিছেন রুহল আমিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আধুনিক গঙ্গাচড়া উপজেলাকে গড়তে স্থানীয় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাসহ এক সাথে কাজ করবো। তিনি তার দায়িত্ব পালনে উপজেলা বাসীর সহযোগীতা ও দোয়া কামনা করেন। উল্লেখ্য রুহুল আমিন ১ম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ নিয়ে তিনি দ্বিতীয় বার উপজেলা চেয়ারম্যান হলেন।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :