গঙ্গাচড়ায় স্বাধীনতা দিবস পালন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:09 PM, 26 March 2019

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আজ মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া মডেল থানা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

পরে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকও গণমাধ্যমে অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খেলা

আপনার মতামত লিখুন :