গঙ্গাচড়ায় সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: সম্প্রীতির পথে, সকলের সাথে, হিংসা নয় বিদ্বেষ নয়, সম্প্রীতির গঙ্গাচড়া গড়ি- এ শ্লোগানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় একতা, ঐক্য, শান্তি ও সম্প্রীতি এ ৪টি একাদশ নামে ৩৫ থেকে ৫০ বছরের ব্যাক্তিদের নিয়ে শুক্রবার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আরও পড়ুন>>>কাদের ফিরলে তাঁকে নিয়ে সেতু দেখতে যাবো-প্রধানমন্ত্রী
বড়বিল ইউনিয়ন ইয়ূথ ফোরামের আয়োজনে মন্থনাহাট ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বারী স্বপন, নির্মল রায়, ইউপি সদস্য সাহেদা বেগম, হাঙ্গার প্রজেক্ট এরিয়া সমন্বয়কারী সামসুদ্দিন। খেলায় একতা একাদশ ১-০ গোলে শান্তি একাদশকে পরাজিত করে ১ম হয়।
খেলায় প্রধান রেফারি ছিলেন আব্দুল্লাহ আল মামুন, সহকারী ছিলেন সজিব ও মুজাহিদ। হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী নুর আমিন, আলবেদা, চন্দ্র শেখর, রাম চন্দ্র ও ইয়ূথ লিডর সাহেদুর রহমান মনা, রায়হান কবির সার্বিক দ্বায়িত্ব পালন করেন। ধারাভাষ্যে ছিলেন ইয়ুথ সদস্য লিটন মিয়া। ইয়ূথ সদস্য সিনথিয়া, আবুল হোসেন, মোমাইনুল, শাবানা, কনা, রবিউল স্বেচ্ছাসেবীর দ্বায়িত্ব পালন করেন। খেলা শেষে ৪টি দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হয়।
খেলা