গঙ্গাচড়ায় শিব রাত্রী ব্রত উদযাপন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:07 PM, 05 March 2019

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের গঙ্গাচড়ায় শিব রাত্রী ব্রত উদ্যাপন উপলক্ষে পূজা-অর্চনা, পদাবলী কির্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন>>>মমতাজ পারভীন লিপির কবিতা বিশ বছর পর

সোমবার রাতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটেরপাড় শিব মন্দির প্রাঙ্গণে স্থানীয় শ্রীপতি যুব সংঘ আয়োজিত পূজা-অর্চনার আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান।

তিনি তার বক্তব্যে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাম্প্রদায়িকতা, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিয়ে দেশের উন্নতির জন্য বড় বাঁধা। তাই এসব অনৈতিক কার্যকলাপ দুর করতে সরকারের পাশাপাশি দেশের সকল নাগরিককে কাজ করতে হবে।

আরও পড়ুন>>>পাক ভারত উত্তেজনায় পিছিয়ে গেল যুবকের বিয়ে

কোলকোন্দ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অলিকান্ত রায়ের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নির্মল রায়ের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার সরকার, কোলকোন্দ ইউপি সদস্য শরিফুল ইসলাম, হোদা মিয়া, রুবেল মিয়া, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্যপরিষদের কোলকোন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিক্ষক ডালিম কুমার রায়, শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত রায়, সম্পাদক বাহাদুর রায়, কোষাধ্যক্ষ গৌতম রায় প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :