গঙ্গাচড়ায় দলীয় কার্ড দেখিয়ে মোটরসাইকল ছাড়িয়ে নেয়ার চেষ্টা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় নাজমুল ইসলাম নামে আওয়ামীলীগের এক ওয়ার্ড সদস্য মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্রের পরিবর্তে পুলিশকে দলীয় সদস্য পদের কার্ড দেখিয়ে তোপেরমুখে পড়েছেন। তিনি আটককৃত মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন>>>যশোর-কলকাতার ট্রেনে টিকিট বিক্রি শুরু
জানাযায়, আজ সোমবার দুপুরে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের নির্দেশে এসআই গোপাল রায় ও মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র বিহীন ও সন্দেহজনক গাড়ি তল্লাশী শুরু করেন। এ সময় উপজেলার গজঘন্টা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য নাজমুলের মোটরসাইকেলটি আটক করে পুলিশ কাগজপত্র দেখতে চায়। গাড়ির কাগজপত্রের পরিবর্তে নাজমুল পুলিশকে ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য পদের কার্ড দেখিয়ে আটক মোটরসাইকেলটি ছাড়িয়ে নেয়ার অপচেষ্টা করেন।
আরও পড়ুন>>>সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
মোটরসাইকেলের কাগজপত্রের পরিবর্তে আওয়ামীলীগের সদস্য পদের কার্ড দেখানোয় ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ পুলিশ সদস্যরা হতবম্ব হয়ে যান। পরে পুলিশ তার ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য পদের কার্ডটি জব্দ করে কাগজপত্র না থাকার অপরাধে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়।
গঙ্গাচড়া মডেল থানার এসআই গোপাল রায় ও মিজানুর রহমান বলেন, আমরা নাজমুলের মোটরসাইকেলটি সন্দেহজনক হওয়ায় আটক করেছি। আটকের পর নাম্বার, ইন্সুরেন্স, ড্রাইভিংসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় নাজমুল মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না দেখিয়ে আমাদেরকে ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য পদের কার্ড দেখিয়ে গাড়ীটি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন আমরা তার সদস্য পদের কার্ডটি জব্দ করেছি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মামলা দেয়া হয়েছে।
এ বিষয়ে গজঘন্টা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তদন্ত করে ওই ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।