খুলনায় ৯ উপজেলায় ১৩২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:31 PM, 04 March 2019

খুলনা সংবাদদাতা: খুলনা জেলার ৯ উপজেলায় চেয়রম্যান পদে ৩৪  এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬০ ও মহিলা ভাইস চেয়রম্যান পদে ৩৮ জনসহ মোট ১৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে বটিয়াঘাটা উপজেলায় বর্তমান চেয়ারম্যান পদে আশরাফুল আলম খান একক প্রার্থী হিসাবে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন বলে ধারণা করছেন সেখানকার সূত্রগুলো।

আরো পড়ুন>>>মোরেলগঞ্জে নৌকার বিরুদ্ধে লড়তে দলীয় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

খুলনার ৯টি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৯ জন প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ২৫ জন।

আরপড়ুন>>বাগেরহাটের ৯ উপজেলায় ৭২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপে খুলনা জেলার উপজেলাগুলোতে মোট ৩৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।

দিনভর তারা নিজেদের অনুসারীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলা ছাড়া আর সব উপজেলাতেই রয়েছে বিদ্রোহী প্রার্থী।

আগামী ০৬ মার্চ মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে, ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ১৩ মার্চ প্রতীক বরাদ্ধ হবে। ৩১ মার্চ অনুষ্টিত হবে নির্বাচন।

আরও পড়ুন>>>মমতাজ পারভীন লিপির কবিতা লগ্ন মাধবীলতা

সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলাতেই শুধুমাত্র একজন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি হলেন বর্তমান চেয়ারম্যান আশরাফুল আলম খান (আওয়ামী লীগ মনোনীত), এছাড়া দাকোপ উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন মুনসুর আলী খান (আওয়ামী লীগ বিদ্রোহী), শেখ আবুল হোসেন (আওয়ামী লীগ মনোনীত) এবং ওয়ার্কার্স পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায়। ডুমুরিয়া উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন মোঃ মোস্তফা সরোয়ার (আওয়ামী লীগ মনোনীত), মাহবুর রহমান (স্বতন্ত্র), শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার (আওয়ামী লীগ বিদ্রোহী) ও সেলিম আকতার স্বপন ওয়ার্কার্স পার্টি। ফুলতলা উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান শেখ আকরাম হোসেন (আওয়ামী লীগ মনোনীত), শেখ আবিদ হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী), হাসনাত রিজভী মার্শাল (আওয়ামী লীগ বিদ্রোহী) ও শেখ জাহাঙ্গীর হোসেন। পাইকগাছা উপজেলায় গাজী মোহাম্মদ আলী (আওয়ামী লীগ মনোনীত), সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল (আওয়ামী লীগ বিদ্রোহী), শেখ মনিরুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী) ও শেখ আবুল কালাম (আওয়ামী লীগ বিদ্রোহী)। কয়রা উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন জিএম মহসিন রেজা(আওয়ামী লীগ মনোনীত), এসএম শফিকুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী) ও আব্দুল্লাহ আল মামুন(আওয়ামী লীগ বিদ্রোহী)।

আরো পড়ুন>>>শার্শায় ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া

রূপসা উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা (আওয়ামী লীগ মনোনীত), সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর(আওয়ামী লীগ বিদ্রোহী), ওলিয়ার রহমান মাষ্টার(আওয়ামী লীগ বিদ্রোহী), জাতীয় পার্টিার ফিরোজ মামুন, ও শওকত আলী (স্বতন্ত্র)। তেরখাদা উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান শেখ সরফুদ্দিন বিশ্বাস (আওয়ামী লীগ মনোনীত), জেলা আওয়ামী লীগের নেতা ।

অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কালু(আওয়ামী লীগ বিদ্রোহী), শেখ শহিদুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী), বাদশা মল্লিক (আওয়ামী লীগ বিদ্রোহী)। দিঘলিয়া উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম (আওয়ামী লীগ মনোনীত), আওয়ামী লীগ নেতা শেখ মারুফুল ইসলাম(আওয়ামী লীগ বিদ্রোহী) ও মল্লিক মহিউদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী)।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :