খুলনায় গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  11:50 AM, 28 March 2019

খুলনা সংবাদদাতা:খুলনার বটিয়াঘাটার খেজুরতলা গ্রামে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে আসাদুজ্জামান মিটুল (২৮) নামে একজন নিহত হয়েছেন।নিহত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিথুল মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হাসান লালন ফকিরের ছেলে, নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার, তিন রাউন্ড গুলি ও বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন খেজুরতলা গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ৪-৫ জন মাদক ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে আসাদুজ্জামানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে পাঁচটি মামলা রয়েছে।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :