কুষ্টিয়ায় ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ সাদিয়া

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:28 PM, 02 November 2021
কুষ্টিয়ায় এক সঙ্গে ৫ সন্তান প্রসব

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নে সাদিয়া নামে এক গৃহবধূ (২৪) পরপর পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। পাঁচ শিশুর মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নরমালভাবেই এই পাঁচ সন্তান প্রসব করেন তিনি।

ওই নারী এবারই প্রথম সন্তান জন্ম দিলেন। বর্তমানে পাঁচ সন্তানের মা সাদিয়া খাতুন সুস্থ রয়েছেন। তবে বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাঁচ সন্তানের পিতা সোহেল রানা জানান, সোমবার (১ নভেম্বর) রাতে সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসি। সকালে সিজার ছাড়াই নরমারলি পাঁচ সন্তান প্রসব করে। তবে গর্ভ ধারণের ৬ মাসের মাথায় এই সন্তানদের জন্ম হলো। যার কারণে এদের ওজন কম।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম বলেন, এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম একটা বিরল ঘটনা। শিশুগুলোর ওজন এবং শারিরিক পূর্ণতা আসেনি। তাদের ওজন ৫শ থেকে ৬শ গ্রামের মধ্যে। তাদের স্বাস্থ্যঝুঁকি থাকায় আমরা চেষ্টা করছি সুস্থ রাখতে। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি। ওদের মা সুস্থ রয়েছেন।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা শিশুদের দেখতে হাসপাতালে ভীড় করেন। যদিও সবাইকে সন্তানদের কাছে ভীড়তে দেয়া হয়নি।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :