কাস্তে-হাতুড়ি প্রতিকে ভোট করবে ওয়ার্কার্স পার্টি-এমপি মেনন

সাজাপ্রাপ্ত ও পলাতক তারেক রহমানের বক্তব্য নিয়ে তুলোধুনা

বিশেষ প্রতিবেদকবিশেষ প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  07:18 PM, 27 December 2022
রাশেদ খান মেনন এমপি

দলীয় নেতাকর্মীদের মাঠে নেমে পড়ার আহবান জানিয়ে ভারতীয় উপমহাদেশে বাম রাজনীতির পথিকৃত ও ওয়ার্কার্স সভাপতি নেতা রাশেদ খান মেনন এমপি বলেছেন-আগামী দ্বাদশ নির্বাচনে কাস্তে-হাতুড়ি মার্কা নিয়ে ভোটে অংশ নিতে হবে। এ জন্য এখন থেকেই প্রস্তুত হবে উল্লেখ করে প্রবীণ এই বাম নেতা বলেন-ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান লন্ডনে পালিয়ে থেকে যা বলছে; তা জাতির জন্য অশনি সংকেত। রাষ্ট্র মেরামত ও সংবিধান সংশোধনের ঘোষণা দিয়ে তারেক মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটানোর বার্তা দিয়েছে। তার ঘোষণায় একাত্তরের সেই পরিত্যাক্ত শক্তিগুলোর আস্ফালন দেখা যাচ্ছে।

বিপুল লোকসমাগম

 

ওয়ার্কার্স পার্টির সুবর্ণ জয়ন্তী; অর্থাৎ দলটির ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জেলা সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দকীর সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সিনিয়র নেতা ইউনুস আলী দফাদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন-তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন রাষ্ট্র কী ভেঙে-চুরে যাওয়ার কিছু; যা মেরামত করতে হবে ? তার বাপ জিয়াউর রহমান সংবিধানের ৪ মূলমন্ত্রের একটি ধর্মনিরপেক্ষতা তুলে দিয়ে দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটিয়েছিল উল্লেখ করে প্রবীণ এই বাম নেতা বলেন-দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

 

যশোরে দলটির ভাঙন প্রসঙ্গে মেনন বলেন-এ বিষয়ে খুব দ্রুতই আমাদের প্রকাশনা থেকে জানতে পারবেন। বর্তমান সরকারের আমলে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ শিক্ষা-কৃষি, বৈদ্যুতিক ও আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। এসব অস্বীকার করতে চাইনে উল্লেখ করে মেনন বলেন-আমার কৃষি ও পরিবহনসহ বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য বদলে কিছু হয়নি। উল্টো জুটমিল বন্ধ হয়েছে, চিনির মিল বন্ধের প্রক্রিয়া চলছে। ভালর প্রশংসা এবং মন্দের সমালোচনাসহ বিরোধীতা করে আসছি; যা আগামীতেও অব্যাহত থাকবে বলেও সাফ জানিয়ে দেন মেনন।

 

বিশেষ অতিথির বক্তব্যে  লুৎফুনন্নেছা খান এমপি বলেন-সমাজতান্ত্রিক আদর্শ বুকে নিয়ে শোষিতের মুক্তির স্বপ্ন দেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বিপুল নেতাকর্মীর সমাগমে খুশি হয়েছি উল্লেখ করে তিনি বলেন-আজ যারা এসেছেন তাদের সবাই ত্যাগী এবং পরীক্ষিত। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের চাওয়া-পাওয়া নেই। যেকারণে আজ ৫০ বছরে এসেও বিপুল লোকসমাগম ঘটেছে। তিনি একদম শহর থেকে তৃণমূল পর্যায়ে কৃষক-শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক জোরদার করার আহবান জানিয়ে বলেন-আমাদের সম্পর্কে একটি প্রপাগন্ডা আছে; আমরা নামাজ পড়ি না। ভ্রান্ত এই ধারণা থেকে মানুষকে বের করে আনতে নেতাকর্মীদের পরিশ্রম করতে হবে। দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে মেনন খানও নামাজ পড়েন।

ধর্ম যার যার, তার তার উল্লেখ করে তিনি বলেন-আমরা ধর্মীয় বিষয়ে ফোর্স
করি না। কাউকে জোর করে নামাজ পড়তে বলি না, কাউকে মসজিদ-মন্দিরে যেতে নিষেধ করি না। ধর্ম পালন একান্ত ব্যক্তি অধিকারের বিষয়, এখানে ফোর্স চলে না।

 

আমন্ত্রিত অতিথি জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন-যেসব দফা ঘোষণা করে বিএনপি আন্দোলনে নেমেছে, তাতে জনগণের জন্য কিছু নেই। এসব নিয়ে তারা দফা-রফার চেষ্টা করছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য হারুন অর রশিদ মল্লিক, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, ভবদাহ সংগ্রাম কমিটির নেতা বৈকুন্ঠ বিহারী রায়, ২৭ বিল রক্ষা কমিটির সভাপতি বাবর আলী গোলদার, কৃষক নেতা আব্দুল মাজেদ, যুবমৈত্রীর সভাপতি পিন্টু কুমার রায় ও শামীম বিশ^াস প্রমুখ।
বক্তারা বলেন-যশোরে কতিপয় নেতা আদর্শিক মতাদশের কারণে নয়, ব্যক্তি স্বার্থে তারা ওয়ার্কার্স পার্টি ছেড়েছেন। সমাবেশে বিপুল নেতাকর্মীর সমাগম প্রমাণ করে তাদের চলে যাওয়ার প্রভাব দলের ওপর পড়েনি।

 

কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সাবেক সম্পাদক ও পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন-ইকবাল কবির জাহিদ যশোরে পার্টি অফিস তত্ত্বাবধান করতেন, এখন তিনি পত্রিকা অফিস খুলে বসেছেন।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :