কাল রোববার যশোরের ৮টি উপজেলার মধ্যে ৭টিতে ভোট

এবিসি নিউজ: রাত পার হলে ৩১ মার্চ যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। জেলার ৮ উপজেলার মধ্যে ৭টিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পড়ুন>>>ফেঁসে যাচ্ছেন নৌকার বিপক্ষে নৌকার বিপক্ষের মন্ত্রী-এমপিরা
জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। অন্য ৭টির মধ্যে যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান শাহিন চাকলাদার। এই ৭টি উপজেলায় ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যশোর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল তালা প্রতীকে ভোট করছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল মার্কায় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন হাঁস প্রতীক ও জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নূর জাহান ইসলাম নীরা ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত এইচএম আমীর হোসেনের মার্কা নৌকা, স্বতন্ত্রপ্রার্থী কাজী রফিকুল ইসলামের আনারস এবং জাতীয় পার্টির হাবিবুর রহমান দলীয় প্রতীক লাঙল নিয়ে লড়ছেন। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫জন নির্বাচনের মাঠে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সাদেক হাঁস ও রাবেয়া খাতুন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মণিরামপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত জেলা যুব মহিলালীগের সহসভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম নৌকা প্রতীকে ভোট করছেন। আর স্বতন্ত্রপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু মোটরসাইকেল ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন নির্বাচনের মাঠে রয়েছেন।
অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত শাহ ফরিদ জাহাঙ্গীর নৌকা ও স্বতন্ত্রপ্রার্থী রবিন অধিকারী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন নির্বাচন করছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন নির্বাচন করছেন।
বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান আলী নৌকা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী দোয়াত কলম (নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন), জেলা আওয়ামী লীগের সদস্য ও জামদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল আনারস, ইসলামী ঐক্যজোটের মিজানুর রহমান মিনার, ন্যাশনাল পিপলস পার্টির আলি জিন্নাহ আম ও স্বতন্ত্রপ্রার্থী মঞ্জুর রশিদ স্বপন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৯জননির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন নির্বাচন করছেন।
চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোস্তানিছুর রহমান নৌকা ও স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আনারস প্রতীকে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭জন নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন নির্বাচন করছেন।
আরো পড়ুন>>>কাল ৩১ মার্চ খুলনা বিভাগের ২৪ উপজেলায় ভোট
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান নৌকা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আনারস, ন্যাশনাল পিপলস পার্টির সাথী বেগম আম ও ইসলামী ঐক্যজোটের হাবিবুর রহমান মিনার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৩জন মাঠে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন নির্বাচন করছেন।
খুলনা বিভাগ