কালীগঞ্জে শিবলী-শাহানাজ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:40 PM, 24 March 2019

>>> বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকার ঠান্ডু চেয়ারম্যান নির্বাচিত
কালীগঞ্জ প্রতিনিধি:বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের শিবলী নোমানী ৬৫ হাজার ৪০০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল প্রতীকের মতিয়ার রহমান মতি পেয়েছেন ৫ হাজার ৭৩২ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের শাহানাজ পারভিন ৬৬ হাজার ৬২৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতিকের সীমা খাতুন পেয়েছেন ৩ হাজার ৮১০ ভোট।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :