কালীগঞ্জে ভুল অস্ত্রোপচারে নবজাতক বাঁচলেও মারা গেলেন মা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:25 PM, 31 March 2019

>>>ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর পরই ডাক্তারের গা ঢাকা

কালীগঞ্জ প্রতিনিধি: ফুটফুটে নবজাতক পৃথিবী আলোর মুখ দেখলো বটে কিন্তু হয়ে গেল মাতৃহীন। সে তার মাকে আর কখনোই দেখতে পাবে না। চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে না ফেরার দেশে চলে গেলেন এই নবজাতকের মা। কালীগঞ্জ শহরের ধানহাটায় ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে শনিবার রাতে এ ঘটনা ঘটে। প্রসূতি সোনালী খাতুনের (২১) সিজারিয়ান করেন হাসপাতালের ডা. প্রফুল্ল কুমার মজুমদার। ঘটনার পরপরই নিহতের স্বজনদের তোপে ক্লিনিক মালিক সুমন ও ডা. প্রফুল্ল গা ঢাকা দিয়েছেন।
নিহতের স্বামী খয়েরতলা গ্রামের হাসান আলী জানান, প্রসব বেদনা উঠলে স্ত্রীকে শনিবার সন্ধ্যায় শহরের নিমতলা বাসস্ট্যান্ডের ইসলামী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে সিজার করেন ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার। পরে ক্লিনিক কর্তৃপক্ষ নবজাতক আমাদের কাছে দিয়ে প্রসূতির মৃত্যুর বিষয়টি চেপে যান। শুধু বলেন, প্রসূতির অবস্থা খারাপ। এজন্য এক ঘণ্টা অপারেশন থিয়েটারে রাখতে হবে।
তিনি জানান, এরইমধ্যে ক্লিনিক কর্তৃপক্ষ স্বজনদের না জানিয়ে আধা-ঘণ্টার মধ্যে একটি অ্যাম্বুলেন্স এনে ‘মৃত’ মা এবং স্বজনদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করে। যশোর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগেই এই প্রসূতির মৃত্যু হয়েছে।
হাসান আলী বলেন, ‘আমার স্ত্রীকে ডাক্তার প্রতাপ সিজার করবেন বলে কথা হয়েছিল। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ তাদের ইচ্ছেমতো প্রফুল্লকে দিয়ে করেছেন। এতে অপারেশন থিয়েটারেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’ পড়ুন>>>বনানীর আরএফ টাওয়ারের মালিক ফারুক-তাসভির ৭দিনের রিমান্ডে

অভিযোগের বিষয়ে ইসলামীয়া প্রাইভেট হাসপাতালের মালিক সুমনের ব্যক্তিগত নন্বর ও ডাক্তার প্রফুল্ল মজুমদারের মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ তারা পাননি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :