কালিগঞ্জে শিক্ষক অরুন কুমারকে বিদায় সংবর্ধনা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:12 PM, 06 March 2019

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক অরুন কুমার করকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা পরিচালনা করেন লাইব্রেরী এ্যাসেসটেন মাহবুর রহমান।

পড়ুন>>>বিশ্বমানের হাসপাতাল চান……..
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সজল মুখার্জি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক জিএম আশরাফ উদ্দিন ও ঝর্ণা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হান, সাংস্কৃতিক শিক্ষক শেখ শামীম-উর-রহমান প্রমুখ। এ সময় বিদায়ী শিক্ষকের উদ্দেশে মানপত্র পাঠ করেন শিক্ষক দেবেশে কুমার ঘোষ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :