কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:38 PM, 16 March 2019

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এ শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৬ নম্বর ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পড়ুন>>>সাতক্ষীরা শিশু হাসপাতলে অনিয়মই নিয়ম

শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরু। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এসএমসির সহ-সভাপতি শিরুজ্জামান, সদস্য কামরুজ্জামান, সহকারী শিক্ষক শাহীনা আখতার, সালমা খাতুন, মাহমুদা বেগম, সুজয় কুমার ঘোষ, রেহানা খাতুন, যমুনা ক্লিনিকের পরিচালক ডাঃ শেখ শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের ব্যাপারে প্রত্যেক অভিভাবকদের ও মায়েদের সতর্ক থাকতে হবে। পড়ালেখাসহ তাদের মনো বিকাশের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মা সমাবেশে বিদ্যালয়ের প্রায় সাড়ে ৩‘শ শিক্ষার্থীসহ মায়েরা উপস্থিত ছিলেন।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :