কালিগঞ্জে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:22 PM, 04 April 2019

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, আশরাফুল হোসেন খোকন, মোজাম্মেল হক গাইন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শ্যামলী রানী, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমূখ। অবহিতকরণ সভায় বক্তারা বলেন, ১৯৩০ সালে পোলান্ডে সর্ব প্রথম এই রোগ ধরা পড়েছিল। সেই থেকে সারাবিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ে। জলাতঙ্ক সংক্রামক ব্যাধি একবার যদি কাউকে আক্রমন করে তাকে আর বাঁচানো সম্ভব নয়। এই রোগের মারাত্বক ভয়াবহতা নিয়ে সরকার শহরের পাশাপাশি এখন থেকে গ্রাম পর্যায়ে কাজ করার উদ্যোগ নিয়েছে। আগামি ৬ এপ্রিল প্রোগ্রারে সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত উপজেলা ব্যাপি এই কার্যক্রম চলবে। উপজেলার ১২ ইউনিয়নে ২৯টি টিমে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম পরিচালনা করবে, প্রত্যেক টিমে ৬ জন করে সদস্য থাকবে। প্রথম পর্যায়ে উপজেলার সকল ইউনিয়নে ৩৫‘শ কুকুরকে এই টিকা দেয়া হবে। টিকা দেয়ার সময় সনাক্ত করণের জন্য গায়ে রঙ লাগানো থাকবে। তবে জাতীয় জলাতঙ্ক নির্মূলের অংশ হিসাবে কুকুরের পাশাপাশি বিড়াল, শিয়াল, বেজিদেরও এই এমডিভি টিকা দেয়ার কথা রয়েছে। অবহিতকরণ সভা শেষে এমডিভি সুপারভাইজার ইমরাজ করিম ও জুনায়েদ হোসেন ভিডিও চিত্রের মাধ্যেমে কুকুর ধরার কলাকৌশল, ভ্যান্সিনসহ করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :