কলারোয়ায় স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ দু’জনের যাবজবজীবন কারাদন্ড

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  07:57 PM, 20 March 2019

পরকীয়ায় জড়িয়ে এখন সব সুখ কাটবে জেল হাজতে
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদলত। বুধবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণাভ চক্রবর্ত্তী এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন, কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের নিহত নুর মোহাম্মদের স্ত্রী শাপলা খাতুন ও একই গ্রামের মৃত আমিন ঢালীর ছেলে ও শাপলার প্রেমিক কবিরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের নুর মোহাম্মদের স্ত্রীর সাথে কবিরুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার এক পর্যায়ে নুর মোহাম্মদ তার স্ত্রীর পরকীয়ায় বাধা দেন। এতে তার স্ত্রী শাপলা ও প্রেমিক কবিরুল ক্ষিপ্ত হয়ে ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাত ২ টার দিকে নুর মোহাম্মদকে ঘুমন্ত অবস্থায় শ্বসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহত নুর মোহাম্মদের বোন ফরিদা খাতুন বাদি কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেজবাহ উদ্দীন ও জিয়াউর রহমান দীর্ঘ তদন্ত শেষে এই মামলার আসামি শাপলা খাতুন ও তার প্রেমিক কবিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় নিহতের দুই ছেলে মোস্তাক আহমেদ ও মোস্তাক হাসানসহ ২১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুণাভ চক্রবর্ত্তী স্বামী হত্যার দায়ে স্ত্রী শাপলা খাতুন ও তার প্রেমিক কবিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদানের আদেশ দেন।
এ মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. ফাহিমুল হক কিসলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

শীর্ষ খবর

আপনার মতামত লিখুন :