কপিলমুনি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  09:42 PM, 09 April 2019

>>>ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে নিয়ে নানা গুঞ্জন
কপিলমুনি প্রতিনিধি: পূর্ব ঘোষণা অনুযায়ী কপিলমুনি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আওয়াল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কপিলমুনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এরআাগে গত মার্চ মাসের ৪ তারিখে এক ঘোষণায় অবৈধ দখলদারিদের স্থাপনা উচ্ছেদের ২৪ ঘন্টা সময় সীমা বেঁধে দিলেও সেটা বাস্তবায়ন করা হয়নি। তবে গত রবিবার উপজেলা প্রশাসনের একই ঘোষণা দেয়ায় পরদিন থেকে উচ্ছেদ অভিযানে নামেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। উচ্ছেদ অভিযানে বাজারের সকল গলিপথসহ প্রধান সড়কের পাশে থাকা সকল টোল দোকান এবং রাস্তা বা গলির উপরে টিনের চালা, পলিথিন বা কাপড়ের আচ্ছাদন অপসারণসহ বাজারের গলি পথের উপরে বসা বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা অপসারণ করা হয়। কিছু কিছু পাকা ও আধা পাকা অবৈধ স্থাপনার মালিকদের নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য সময় সীমা বেঁধে দেয়া হয়েছে।
এদিকে যার সহযোগীতায় বাজারে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেই অভিযানে অংশ নেয়ায় ক্ষোভের আগুনে পুড়ছেন উচ্ছেদকারী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের ঘুষখোর নায়েব অভিযানে অংশ নিয়ে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন। আবার অনেক ব্যবসায়ী জানান, মোটা অংকের টাকা ঘুষ নিয়ে যেসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি গড়ে তোলার সুযোগ করে দিয়েছেন ঘুষখোর নায়েব, তিনি সেই প্রতিষ্ঠানগুলো উচ্ছেদে সহকারী কমিশনারকে সহযোগীতা করেননি।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল আওয়ালের সাথে ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্ঞ্জয় দাশ, এসআই বাবুল হোসেন, এএসআই প্রভাষ মিত্র, কপিলমুনি ইউনিয়ন ভ’মি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা ভুমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :