কথিত অ্যাওয়ার্ড ব্যবসা নিয়ে সরকার কেন চুপ!

অবসরপ্রাপ্ত বিচারপতিদের হাত থেকে অ্যাওয়ার্ড নিতে মরিয়া দাগীরা

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  10:59 PM, 04 August 2022
টাকা পাচারের অভিযোগ

ঢাকায় প্রায় দু’দশক ধরে অ্যাওয়ার্ড ব্যবসা করে আসছে কিছু ভুইফোঁড় প্রতিষ্ঠান। চক্রটি অবসরপ্রাপ্ত বিচারপতিদের ব্যবহার করে।
চক্রের টার্গেটে থাকে কালো টাকার মালিক, দুর্নীতিবাজ, উঠতি ব্যবসায়ী, দাগী চিহ্নিত অপরাধী ও ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি। বিচারপতির হাত থেকে কথিত অ্যাওয়ার্ড নিতে টার্গেটে থাকা ব্যক্তিরাও মোটা অংকের টাকা দিতে না করে না।

কিন্তু রহস্যজনক কারণে অবসরপ্রাপ্ত কিছু বিচারপতি ভুইফোঁড় প্রতিষ্ঠান/সংস্থার অনুষ্ঠানে হাজির হন। নিজ হাতে কথিত অ্যাওয়ার্ড আলোচিতদের হাতে তুলেও দেন।
এ্যাওয়ার্ডপ্রাপ্তরা ফলাও করে ফেসবুক থেকে শুরু করে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রচার করে রাতারাতি সমাজসেবক বনে যায়।
সরকার কখনো তাদের লাগাম টেনে ধরার চেষ্টা করেছে বলেও মনে পড়ে না।

এবার যখন মুদ্রাস্ফিতি চরমে, ডলার সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে, সরকার ব্যয় সংকোচন নীতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে ঠিক তখন ঢাকায় ভারতীয় তারকাদের এনে খরচ করা হলো কোটি কোটি টাকা। তজও ডলারের মাধ্যমে। সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন মনে করে না এসব অ্যাওয়ার্ড ব্যবসায়ীরা।
টাকা পাচারের অভিযোগও উঠেছে।
এনিয়ে সরকারের একজন মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন এসব কর্মকান্ড মহা জালিয়াতি।
বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন-এমন কথাও বলেছেন বিক্ষুব্ধ মন্ত্রী।
আশা করি সরকার এবার অ্যাওয়ার্ড ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবে।

আপনার মতামত লিখুন :