কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই:এবিসি গ্রুপের শোক

এবিসি নিউজ: বাংলা গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শফিক তুহিন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাড়িধারার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ।
এদিকে প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন এবিসি গ্রুপ। এক শোক বার্তায় গ্রুপ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে জাতি একজন গুণীজনকে হারালো। বিবৃতি দিয়েছেন এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটির (abc online activist unity) কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক সমর ভৌমিক, সারাদেশের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সামসুল আলম, সহসভাপতি আজম খান, আহাজার মাহমুদ, মমতাজ পারভীন, প্রতিভাময়ী মন্ডল, ভাস্কর মনি সরকার, আকতার হোসেন, রানা সিকদার, সুজা আহমেদ, চন্দন দেবনাথ প্রমুখ।
ঢাকা বিভাগ