এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটির কেন্দ্রীয় কমিটি গঠন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  01:48 AM, 09 March 2019

এবিসি নিউজ:আজ ৮ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টায় এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটির (abc online activist unity) অল মেম্বার মেসেঞ্জারে গ্রুপের আহবায়ক সুনীল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রুপের কেন্দ্রীয় কমিটি (আংশিক) গঠিত হয়েছে।

গত প্রায় দেড় মাস আগে কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে শক্তিশালী একটি নতুন কমিটি গঠনের লক্ষ্যে গ্রুপ পেজে ব্যাপক প্রচারণা চালান এক্টিভিস্টরা। আজ পূর্ব নির্ধারিত তারিখে গ্রুপের অল মেম্বার মেসেঞ্জারে উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপুর্ণ পদসমুহে সাধারণ এক্টিভিস্টরা তাদের নেতা নির্বাচন করেন ।

কমিটির নবনির্বাচিত নেতারা হলেন সভাপতি সুনীল ঘোষ, সহ-সভাপতি(১) আজম খান, সহসভাপতি (২) আজহার মাহমুদ, সহসভাপতি (৩) মমতাজ পারভীন লিপি,
সাধারণ সম্পাদক সমর ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক(১) সুলতানা পারভীন দিনা,  সহ-সাধারণ সম্পাদক(২) রানা শিকদার, সহ-সাধারণ সম্পাদক(৩)আপেল মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(সারাদেশে) অধ্যাপক সামসুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভাস্কর্ মনি সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ছবি সিনহা,
আইন বিষয়ক সম্পাদক প্রতিভাময়ী মন্ডল, দপ্তর সম্পাদক এমডি আখতার হোসেন,
প্রচার সম্পাদক চন্দন দেবনাথ, সাহিত্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক বাসব রায়, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সুজা আহমেদ ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) এমজেডএ জাহাঙ্গীর হোসেন।

সভা পরিচালনা করেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে আজম খান ও অধ্যাপক সামসুল আলম। এক্টিভিস্টরা কন্ঠভোটে নেতা নির্বাচিত করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ পরবর্তী সভা নির্ধারণ করে পুর্ণাঙ্গ কমিটি গঠনে উদ্যোগী হবেন।

বর্তমানে এবিসি গ্রুপে বাংলাদেশসহ ১০১টি দেশের এক্টিভিস্ট রয়েছেন। বাংলাদেশেই সদস্যা সংখ্যা আজ পর্যন্ত ৮ হাজার ৯০০।

প্রসঙ্গত: পুর্ণাঙ্গ গঠনে নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রত্যেকে ৩ থেকে ৫ জন এক্টিভিস্টের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারেন। পরবর্তী ৩ বছর পর্যন্ত প্রস্তাবক নেতা তাঁর প্রস্তাবিত এক্টিভিস্টদের এক্টিভ রাখতে ভুমিকা পালন করবেন। পুর্ণাঙ্গ কমিটি গঠনের পর সকল নেতৃবৃন্দের ছবিসহ সংবাদ প্রকাশ করা হবে।

 

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :