এবার পুড়লো জুটমিল:একের পর অগ্নিকান্ড নিয়ে নানা প্রশ্ন

নরসিংদী সংবাদদাতা:এবার আগুনে পুড়লো নরসিংদীর ইউএমসি জুট মিল। শনিবার রাত ১০টায় মিলটির চাঁদপুর ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে নরসিংদী সদর, মাধবদী ও শিবপুরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাজাহান সিরাজ বলেন, আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মিলে পাটজাতীয় দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
মিলটির জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আমাদের একজন শ্রমিক আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
এদিকে আজ রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজারেও অগ্নিকাণ্ড হয়। এরআগে বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মোট ২৬ জন নিহত হন। একের পর পর দেশে অগ্নিকাণ্ড ঘটেই যাচ্ছে।
অন্যদিকে একের পর এক আগুনের ঘটনাকে রহস্যজনক ও সন্দেহের চোখে দেখছেন অনেকে। অনেকে বলছেন এসব আগুন নাশসকা নয় তো ?
এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একটি পোস্টে বলেছেন এখনি খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর হওয়া উচিত।
ঢাকা বিভাগ