এনএসআই’র সাবেক মহাপরিচালকের যুদ্ধাপরাধ মামলার শুনানী ২৫ মার্চ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  06:48 PM, 04 March 2019

ঢাকা অফিস: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের (৬৯) বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৫ মার্চ এেই অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন>>সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের 

আজ (৪ মার্চ) সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। ওয়াহিদুল হকের পক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফদার।

প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, হত্যা, গণহত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ মার্চ দিন ঠিক করে দিয়েছে।

এরআগে গত বছরের ৩০ অক্টোবর আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে তদন্ত করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করা হয়।

বাংলাদেশ

আপনার মতামত লিখুন :