উপজেলা ভোট>যশোরের বাঘারপাড়ায় উৎসবের আমেজ

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  08:10 PM, 17 March 2019

বাঘারপাড়া প্রতিনিধি: আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বাঘারপাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যেই সর্বত্রে ছেয়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৩টি পদের প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের প্রতীক সম্বিলিত নির্বাচনী পোস্টার, ব্যানার ও লিফলেট। পড়ুন>>>বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শাহীন চাকলাদার

প্রতিদিনই চলছে প্রার্থীদের নির্বাচনী মাইকিং। প্রতীক বরাদ্দের পর থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে বাঘারপাড়াতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা, গণসংযোগ আর মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শুধু তাই নয়, জনসাধারনের মন কাড়তে নানা প্রতিশ্রুতি নিয়ে লিফলেট হাতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এমনকি প্রার্থীর স্ত্রীরাও।
বাঘারপাড়ার গুরুত্বপুর্ণ স্থান বাজার, পাড়া ওলি ও গলিতে পোস্টারে ছেয়ে গেছে। কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর পোস্টার লাগাতে ব্যস্ত সময় পার করছেন। নেতাকর্মীদের মধ্যে চলছে প্রতিযোগীতা কে কার আগে তার পছন্দের নেতার পোস্টার সাটিয়ে ভোটারের নজর কাড়তে পারবেন।
চায়ের দোকান গুলোতে বিরাজ করছে নির্বাচনী আমেজ। চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা- সমালোচনা হিসাব নিকাশ।

৯টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে বাঘারপাড়া উপজেলা গঠিত। এখানে মোট ১ লাখ ৬৫ হাজার ২২১ জন ভোটার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্য থেকে ৮২ হাজার ৮৭৪ জন পুরুষ এবং ৮২ হাজার ৩৪৭ জন মহিলা ভোটার এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবেন।

নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলাতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান আলী (নৌকা), স¦তন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল ইসলাম কাজল (আনারস), রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন (মোটরসাইকেল), সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী (দোয়ত-কলম)।
ভাইস চেয়ারম্যান পদে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ (বই), উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বিশ্বাস (তালা), ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু (চশমা), পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন (মাইক), শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম (টিউবওয়েল), ব্যবসায়ী গোলাম ছরোয়ার (পালকি), তরুন নেতা রাকিব হাসান শাওন (টিয়া পাখি), আবুল কালাম আজাদ (উড়োজাহাজ), পৌর আওয়ামীলীগ নেতা ফয়সাল আহম্মেদ মিল্টন (বৈদ্যুতিক বাল্ব) ও বাঘারপাড়া বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন (আইসক্রিম), ইসলামী ঐক্যজোটের মিজানুর রহমান (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি আলী জিন্নাহ (আম)।

পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়াম্যান দিলারা জামান (প্রজাপতি), মহিলালীগ নেত্রী জাকিয়া সুলতালা (হাঁস), স্বতন্ত্র প্রার্থী বিথীকা বিশ্বাস (পদ্মফুল), শিরিন শবনম কবির (ফুটবল), শরিফা খাতুন (কলম) প্রতীকে চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচারণা।

প্রসঙ্গত: চেয়ারম্যান পদে ইসলামী ঐক্যজোটের মিজানুর রহমান (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি আলী জিন্নাহ (আম) প্রতীকের পোষ্টার এখনও দেখা যাচ্ছে না।

খুলনা বিভাগ

আপনার মতামত লিখুন :