উপজেলা নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে দুই এমপিকে এলাকা ত্যাগের চিঠি

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করার কাজে সহায়তার অনুরোধ জানিয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে নির্বাচনী এলাকা ছাড়ার চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন>>>এবিসি অনলাইন এক্টিভিস্ট ইউনিটির কেন্দ্রীয় কমিটি গঠন
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এই চিঠি জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার। পড়ুন>>>যশোরে ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন
প্রসঙ্গত. সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা পরিষদ এবং সুনামগঞ্জ-২ আসনের দিরাই ও শাল্লা উপজেলা পরিষদ নির্বাচন ১০ মার্চ অনুষ্ঠিত হবে।
শীর্ষ খবর