আশুলিয়ায় গৃহবধূকে ৭ জন মিলে পালাক্রমে ধর্ষণ

সমর ভৌমিক, ঢাকা: আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পড়ুন>>>যশোরে শিশু ছাত্রী তিশার খুনি গোলাগুলিতে পরপারে
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, সোমবার মধ্যরাতে গোয়াইলবাড়ির মেশিনপাড় এলাকায় ধর্ষণের অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গোহাইলবাড়ি দিঘিরপাড়ের বাসিন্দা মো. জাফর কাজী (২২), মো. নাজমুল হোসেন (২০), শহিদুল ইসলাম (৪৪), রহম আলী (২০) ও আমির হোসেন (৩২)।
মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পরিদর্শক মাসুদ মামলার বরাতে বলেন, “গৃহবধূকে চাকরির প্রলোভন দিয়ে আসছিলেন এক যুবক। সোমবার রাতে তাকে মেশিনপাড় এলাকায় ডেকে নেয়া হয়।
“সেখানে ৭ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে তার অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এদিকে ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হলেও পুলিশ গ্রেফতারকৃতদের কোন রকমের জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাংলাদেশ