আশাশুনিতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

আশাশুনি সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার তালতলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই আনোয়ারুল সরদার (৩৫)। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।
সোমবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে নিহত আনোয়ারুলের বাড়িতে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পড়ুন>>শর্ত সাপেক্ষে উত্তরণের পথে যবিপ্রবি
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ জানান, দুপুরে পারিবারিক জমি ভাগবাটোয়ার জন্য বাড়ির গৃহকর্তা আহম্মদ আলী সরদার তার দুই ছেলে আমিনুর ও আনোয়ারুলসহ পরিবারের সবাইকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি কম বেশি নিয়ে বিরোধ বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই আনোয়ারুল তার বড় ভাই আমিনুর রহমানকে ছুরিকাঘাত করতে উদ্যত হয়। এ সময় বড় ভাই ওই ছুরি কেড়ে নিয়ে নিজেই ছোট ভাইয়ের বুকে বসিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় আনোয়ারুল ইসলাম। নিহত আনোয়ারুল প্রতাপনগর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।
পুলিশ আরও জানায়, ময়না তদন্তের জন্য আনোয়ারুলের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শীর্ষ খবর