আবারও যশোরে এনজিও’র ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

এবিসি নিউজ:এবার যশোরে এনজিও’র কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লুৎফর রহমান (৫০) নামে এক ঋণ গ্রহিতা। তিনি যশোর সদর উপজেলার সুতিঘাটা খরিঞ্চাডাঙ্গা গ্রামের মৃত কলাই মোল্লার ছেলে। বর্তমানে আবাদ কাচুয়া গ্রামে বসবাস করতেন। বুধবার সকালে তার বাড়ির পিছনে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। পড়ুন>>>চৌগাছায় এনজিও’র ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা
কয়েকদিন আগে যশোরের চৌগাছায় একই কারণে এক ব্যক্তি আত্মহত্যা করেন।
এদিকে মৃতের শ্যালক ফারুক হোসেন জানান, এলাকার বিভিন্ন এনজিও এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে ছিলেন তার ভগ্নিপতি। পরে সেই টাকা ফেরত দিতে না পেরে অস্বস্তির মধ্যে জীবনযাপন করছিলেন। বুধবার ভোরে প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যান। এরপর তিনি বাড়িতে আসেন না। বেলা বাড়ার পর গ্রামের লোকজন মৃতের বাড়ির পিছনে একটি কাঁঠাল গাছে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারকে জানায়। পরে খবর পেয়ে এসআই হায়াৎ মাহমুদ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এসআই হায়াৎ মাহমুদ জানান, ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিষয়টি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
খুলনা বিভাগ