আজ বিশ্ব ভালোবাসা দিবস

আজ বিশ্ব ভালোবাসা দিবস

RanaRana
  প্রকাশিত হয়েছেঃ  12:01 AM, 14 February 2022

 

আজ বিশ্ব ভালোবাসা দিবস

জেমস আব্দুর রহিম রানা 
ভা-লো-বা-সা চার বর্ণের এক আশ্চর্য মায়াময় শব্দ। অতি প্রাকৃতীক উপলব্ধি এই ভালোবাসা। ভালোবাসা হচ্ছে একপ্রকার সঞ্জিবনী সুধা। যা পান করে প্রতিটি নরনারী
তাদের জীবনকে বিচিত্রভাবে অভিশিক্ত করে। সেই সাথে
জীবনকে করে তোলে প্রফুল্ল। পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম, সবচেয়ে রোমাঞ্চকর, স্বপ্নীল এবং তাক লাগানো বিষয় হলো ভালোবাসা। পৃথিবীর কোথাও খুঁজে এমন একজন নর-নারীকে পাওয়া যাবেনা, যে জীবনে একবার হলেও প্রেমে পড়েনি বা ভালোবাসেনি। ভালোবাসা পৃথিবীর একমাত্র মৌলিক বিষয়,
যার মৌলিকত্ব ধনী-গরিব, ছোট-বড়, ধর্ম-বর্ন-গোত্র নির্বিশেষে সকলকে স্পর্শ করে। ভারোবাসার নির্দিষ্ট কোন সংজ্ঞা হয় না। আসলে ভালোবাসা হলো সম্পূর্ণটাই অনুভূতির ব্যাপার। মনের এক অদৃশ্য কোনায় এর বসবাস। নির্দিষ্ট কিছু কথা, কোন ছক, ব্যাখা বা ব্যাকরন দিয়ে এর পরিপূর্ণ প্রকাশ ঘটানো সম্ভব নয়। ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্দর মন। মনটা সুন্দর হলেই কাউকে ভালোবাসা যায়। ভালোবাসলে ভালোবাসার মানুষ ছাড়া পৃথিবীকে রূপহীন, রসহীন ধূ- ধূ মরুভূমি মনে হয়। এ সময় প্রতিটি সকাল আসে নিত্য নতুন প্রত্যাশা নিয়ে। কর্মহীন সময়ে এমনকি কর্ম ব্যস্ততার মাঝেও ভাবতে ভালোলাগে প্রিয়জনের কথা। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলেও মনে পড়ে প্রিয়জনের কথা।

 

 

ভালোবাসা এক রহস্য -আশ্চর্য বিষ্ময়। আনন্দ বেদনা বিজরিত এক মিশ্র অনুভূতি এই ভালোবাসা। মোট কথা সকল চিন্তা চেতনায়, আলোচনায়, সমালোচনায়, স্বপনে জাগরণে, থাকে শুধু ভালোবাসার মানুষের আনাগোনা। দুনিয়াটাই বিশাল এক প্রেমের ক্ষেত্র। এখানে সবাই প্রেমের অদৃশ্য ফাঁদে আটকা পড়ে। প্রকৃতপক্ষে প্রেমের রাজ্যে আমরা সবাই একাকার। নিজ নিজ মনের ভূবনে আমরা সবাই প্রেমিক। কেউ জেনে, কেউ না জেনে, কেউ ভেবে, কেউ না ভেবে আমরা সবাই প্রেমে পড়ি, ভালোবাসি। আজ ১৪ ফেব্রুয়ারি “ভ্যালেন্টাইন্স ডে” বা বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব জুড়ে আজ ভালোবাসাময় অনুভুতির বাতাস। কপোত-কপোতি, প্রেমিক-প্রেমিকাদের দীর্ঘ এক
বছরের প্রতিক্ষার একটি নান্দনিক দিন। একে অপরকে প্রকাশের দিন। আর দিন দিন এর ব্যাপ্তি বেড়েই চলেছে।
আমাদের বাংলাদেশে এই দিনটার অবস্থান কিছুটা ভিন্ন।
এখানে ভ্যালেন্টাইনস্ ডে পালিত হয় ব্যাপকভাবে ভালোবাসা দিবস হিসেবে। এখানে একটি বিষয গুরুত্বপূর্ণ সেটি হলো বিশ্ব জুড়ে শুধু প্রেমিক প্রেমিকারা কিংবা স্বামী – স্ত্রীরা ভালোবাসা দিবস পালন করে। কিন্তু বাংলাদেশে ভালোবাসা দিবস কেবল প্রেমিক প্রেমিকাতে
সীমাবদ্ধ না থেকে, তা ছড়িয়ে পড়েছে বাবা-মা, ভাই-বোন, সন্তান, বন্ধু-বান্ধব, আত্মীয়-অনাত্মীয়, প্রিয় ব্যক্তিত্ব সকলের প্রতি। ভালোবাসা প্রকাশের মাধ্যমে এই দিনটি আমাদের দেশে ব্যাপকভাবে পালিত হয়। তবুও আমাদের অস্থির সমাজে সুস্থ সুন্দর ভালোবাসা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন।
স্যাটেলাইট সংস্কৃতি আমাদের অনেকেরই মননশীলতা আর চিন্তা চেতনাকে নষ্ট করছে দিনের পর দিন। অর্থের কাছে দিন দিন ভালোবাসা জিম্মি হয়ে পড়ছে। ভালোবাসা কোন পণ্য নয়, ভালোবাসা মানে জীবন। এই জীবনকে রক্ষার জন্য আত্মশুদ্ধি ও আত্মচর্চার প্রয়োজন। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য যাচাই করে ভালোবাসতে হয়। একমাত্র সকলের প্রতি আমাদের নিঃস্বার্থ ভালোবাসাই পারে অশান্ত পৃথিবীটাকে শান্ত ও বাসযোগ্য করতে। তাই বিশ্ব ভালোবাসা দিবসে আমাদের প্রত্যাশা ভালোবাসা ছড়িয়ে যাক প্রাণ থেকে প্রাণে। বেঁজে উঠুক শান্তির গীত।

আপনার মতামত লিখুন :