আগুনের শহর ঢাকার শান্তিনগরে বহুতল ভবনে আগুন

এবিসি বাংলা ডেস্কএবিসি বাংলা ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  03:09 AM, 05 April 2019

আব্দুর রহিম রানা, ঢাকা থেকে ; আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর শান্তিনগরের পীরসাহেবের গলির স্কাই ভিউ এপার্টমেন্ট’র ৪র্থ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
আজ (৪ এপ্রিল) বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভবনের ৪ তলায় আগুন লাগে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এই বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাছেল আহমেদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।’
এর আগে রাজধানীর মেরুল বাড্ডায় একটি ফিলিং স্টেশনের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
এর আগে আজ ভোর ৩টার দিকে খিলগাঁও কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।

ঢাকা বিভাগ

আপনার মতামত লিখুন :