অভয়নগরে শিশুকন্যা হত্যা মামলায় পিতা রিমান্ডে

এবিসি নিউজ: সন্তান হত্যার অভিযোগ মামলায় হাসান গাজী নামে এক পিতাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি যশোরের অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের কেসমত আলী গাজীর ছেলে।
সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক পুলিশের চাওয়া ৭ দিনের রিমান্ড আবেদনে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন>>>শার্শায় ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়া
এরআগে হাসান আলীর স্ত্রী লাবনী বেগম বাদী হয়ে দেড় মাসের শিশু কন্যা সন্তান রিমিকে হত্যার অভিযোগে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় বাদী উল্লেখ করেন, ৪ বছর আগে হাসান আলীর সাথে লাবনীর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে প্রথমে মিম নামের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর আরো একটি মেয়ে সন্তানের জন্ম হয়। যার নাম রিমি ওরফে জিম। পুনরায় কন্যা সন্তান ও জিমের গায়ের রং কালো হওয়ায় রিমির উপর তার পিতা হাসান অসন্তোষ ছিলেন। তাকে কখনো কোলেও নিতেন না। এমনকি আদর যতœও করতেন না। গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হাসান আলী রিমিকে নিয়ে শুয়ে ছিলেন। এসময় তার মা সংসারের কাজ করছিলেন। কিছু সময় পরে হাসান আলী তার স্ত্রীকে বলেন রিমিকে দুধ খাওয়াতে হবে।
লাবনী দুধ খাওয়াতে গিয়ে দেখতে পান রিমি নড়াচড়া না করে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে লাবনী ও তার শ্বশুর রিমিকে নিয়ে এক হুজুরের কাছে যান। হুজুর রিমির মৃত্যু হয়েছে বলে জানান। আসামি হাসান গাজী নিজের ক্ষোভ মেটাতে রিমিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দাবি করে স্ত্রী লাবনী অভয়নগর থানায় মামলা করেন। ওই দিনই হাসান গাজীকে পুলিশ আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামিল আহম্মেদ। পরে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। গতকাল সোমবার শুনানি শেষে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
খুলনা বিভাগ